বেলারুশের ফুটবল ক্লাব ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যান হলেন মারাদোনা
কলকাতা টাইমসঃ
এবার নতুন ভূমিকায় দেখা যাবে দিয়েগো মারাদোনাকে। বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে ফুটবল কিংবদন্তিকে। রাশিয়া বিশ্বকাপ শেষ হওয়ার পরই ওই ক্লাবের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছেন তিনি।
সাম্প্রতিক অতীতে সংযুক্ত আরব আমিরাত থেকে নতুন স্পনসরার পেয়েছে ডায়নামো ব্রেস্ট। তারা ৩০ হাজার দর্শকাসনের একটি স্টেডিয়ামও তৈরি করার পরিকল্পনা নিয়েছে। তার মধ্যেইমারাদোনাকে ক্লাবের চেয়ারম্যান করে চমক দিলো ডায়নামো ব্রেস্ট। এই ক্লাবের সামগ্রিক পরিকল্পনার কথা জানেন মারাদোনাও। নতুন ভূমিকাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন তিনি।
মারাদোনা বলছেন, চ্যালেঞ্জকে ভয় পাই না। এরকমই একটা চ্যালেঞ্জ নিতে চাইছিলাম। যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাব কর্তৃপক্ষ আমাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। যারা আমাকে এই সুযোগ দিলেন, তাদের শ্রদ্ধা করি। একাডেমিতে থাকা বাচ্চাদের বড় ফুটবলার তৈরি করাটাই এখন আমার কাজ। মারাদোনার ইচ্ছে, নতুন কাজের জন্য বেলারুশেই থাকার।