আজকের আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ নিয়ে মারাদোনার চুল চেরা বিশ্লেষণ
কলকাতা টাইমসঃ
মেসিদের প্রতিটি ম্যাচই গ্যালারিতে বসে পর্যবেক্ষণ করেছেন ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তি দিয়েগো মারাদোনা। আজকের ফ্রান্স-আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচ নিয়ে ভেনেজুয়েলার টিভি টেলেসুরে দেওয়া সাক্ষাৎকারে দুই দলের পারফরম্যান্স এবং সম্ভাবনার চুল চেরা বিশ্লেষণ করলেন তিনি। দারুণ নিরপেক্ষভাবে মারাদোনা জানান, ‘ফ্রান্স-আর্জেন্টিনা মুখোমুখি হলে যত প্রতিভাবান খেলোয়াড় একসঙ্গে হবে, বিশ্বকাপের আর কোনো ম্যাচেই বোধ হয় তা হবে না। এমন দুটি দল- যারা অনায়াসে ফাইনালেও মুখোমুখি হতে পারত। কিন্তু লিওনেল মেসির কিছু অসাধারণ মুভ বাদ দিলে গ্রুপ পর্বে তারা আহামরি কিছুই দেখাতে পারেনি।’
অন্যদিকে, ফ্রান্সের তিন ম্যাচের পারফরম্যান্স দেখে তিনি হতাশ। ফুটবলের এই রাজপূত্র বলেন, ‘দিদিয়ের দেশমের দলকে তেমন কোনো বাধাই পেরোতে হয়নি গ্রুপ পর্বে। কিন্তু অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্কের মতো দলের বিপক্ষে তাদের পারফরম্যান্স প্রত্যাশা মেটাতে পারেনি। আন্তোয়ান গ্রিয়েজমান, পল পোগবা, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, নাবিল ফেকিরদের কাছে আরো বাড়তি কিছু আশা ছিল দর্শকদের। তারা শেষ ষোলোতে উঠে গেছে একেবারেই অনুল্লেখযোগ্যভাবে, অথচ এই খেলোয়াড়দের নিয়ে ফ্রান্সের গ্রুপ পর্বেই সাড়া ফেলে দেওয়ার কথা। এটা বলতেই হবে যে ফ্রান্সের সেরা খেলোয়াড়রা এখনো সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি,’
তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনার অবস্থাও একই। কিভাবে তারা গ্রুপ পর্ব পেরিয়ে এলো সে এক রহস্য হয়ে থাকবে। মার্কোস রোহো খুব নিষ্ঠুরভাবে নাইজেরিয়াকে এই টুর্নামেন্ট থেকে বিদায় করেছে। নইলে ওদেরই আজ ফ্রান্সের বিরুদ্ধে খেলার কথা। ফ্রান্স হয়তো ছন্দহীন ফুটবল খেলে উঠেছে কিন্তু আর্জেন্টিনাকে ঘিরে ছিল দলীয় কোন্দলের খবর।’
দুই দলের পারফরমেন্সের তুলনা করে মারাদোনা বলেন, ‘দুই দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারাটা হবে বাড়তি প্রাপ্তি। তবে মেসি, গ্রিয়েজমান এবং তার দল যদি সত্যিই এই ম্যাচে স্বমহিমায় ভেসে ওঠে তাহলে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না।’ রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত সাড়ে সাতটায় ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।