ইতালিতে করোনা ত্রানে মারাদোনার জার্সি
কলকাতা টাইমসঃ
ইতালিতে করোনা ত্রানে মারাদোনার জার্সি। ৮৭-৮৮ এবং ৮৯-৯০, এই দু’বছর সিরিআ খেতাব জিতেছিল নাপোলি। যে সাফল্যের পেছনে মারাদোনা এবং ইতালিয়ান ডিফেন্ডার সিরোর অবদান সর্বজনবিদিত। আর্জেন্টিনার বিরুদ্ধেই জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ইতালিয়ান তারকা সিরোর। ১৯৮৭ সালের সেই ম্যাচেই সিরোকে নিজের ১০ নম্বর জার্সি খুলে উপহার দিয়েছিলেন মারাদোনা।
সেই ঐতিহাসিক জার্সিই তোলা হলো নিলামে। নিলামে ৫৫ হাজার ইউরোতে বিক্রি হলো মারাদোনার সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি। জার্সি বিক্রি করে পাওয়া এই অর্থ নাপোলির করোনা আক্রান্ত মানুষের জন্য ব্যবহার করা হবে। ৩৩ বছর ধরে নিজের কাছে এই জার্সি নিলামে তোলেন ইতালির প্রাক্তন তারকা ফুটবলার সিরো ফেরেরা।