November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

গাঁজাই এবার ইউক্রেনের অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ম্প্রতি ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, আরও ৫ লক্ষ নাগরিককে সেনাবাহিনীতে যুক্ত করতে পারলেই যুদ্ধ জয়ের সম্ভাবনা রয়েছে৷ কিন্ত্ত, বাধ সেধেছেন খোদ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি৷ তাদের বিস্তৃত পরিকল্পনা জেনে তবেই তিনি এই প্রস্তাব অনুমোদন করবেন বলে জানিয়েছেন তিনি৷ আসলে, এই বিপু সংখ্যক নাগরিককে সেনায় যোগ দেওয়াতে, ইউক্রেনের অন্তত ১৩.৪ বিলিয়ন মার্কিন ডলার বা ১ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ প্রয়োজন৷
তবে তার থেকে বড় সমস্যা ইউক্রেনের কাছে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি-তে ভুগতে থাকা ইউক্রেনীয় নাগরিকরা৷ আর এই সমস্যার মোকাবিলা করতেই, গাঁজা সেবন বৈধ করল পূর্ব ইউরোপের এই দেশ৷
২০২৪-এর ফেব্রুয়ারিতে দুই বছর পূর্ণ হতে চলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের৷ এই দীর্ঘ যুদ্ধের প্রভাবে এখন হাজার হাজার ইউক্রেনীয় পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে৷ এটি একটি মানসিক স্বাস্থ্যগত সমস্যা৷ যুদ্ধ, বা যুদ্ধের মতো কোনও ভয়ঙ্কর ঘটনা প্রত্যক্ষ করলে বা অনুভব করলে মানুষের মনে এই রোগ হয়৷ সেই ভয়ঙ্কর ঘটনার ফ্ল্যাশব্যাক চলে মনের মধ্যে৷ দুঃস্বপ্ন, গুরুতর উদ্বেগ, অনিয়ন্ত্রিত চিন্তাভাবনা চলে মনের ভিতর৷ এই ভয়ানক মানসিক স্বাস্থ্যগত পরিস্থিতির মধ্যে, গাঁজা সেবন বৈধ করার পক্ষে ভোট দিল ইউক্রেনীয় সংসদ৷ বিশ্বের অধিকাংশ দেশেই গাঁজা সেবন নিষিদ্ধ৷ হাতো গোনা কয়েকটি দেশে বিনোদনমূলক উদ্দেশ্যে এর ব্যবহার আছে৷ ইউক্রেনেও এতদিন গাঁজা সেবন নিষিদ্ধই ছিল৷ কিন্ত্ত, যুদ্ধ-বিধ্বস্ত দেশে মূলত পিটিএসডি সংকটের মোকাবিলাতেই এই পদক্ষেপ করল ইউক্রেন সংসদ৷ ইউক্রেনের সংসদে এই বিষয়ক একটি খসড়া বিল পেশ করেছিলেন সেই দেশের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল৷ সংসদের ৪০১ জন সদস্যের মধ্যে ২৪৮ জনই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন৷ সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে অনুযায়ী, বিলটি এখন পাশ হলেও, নতুন আইন কার্যকর হতে অন্তত ছয় মাস সময় লাগবে৷
উল্লেখ্য, এই যুদ্ধএ অন্তত ১০,০৬৫ জন অসামরিক নাগরিক নিহত হয়েছেন৷ তবে প্রকৃত মৃতের সংখ্যা এর থেকে অনেক বেশি বলে মনে করা হয়৷ যুদ্ধের কারণে ১ কোটির বেশি মানুষ বাস্তুচু্যতও হয়েছেন৷

Related Posts

Leave a Reply