November 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

কোটি-কোটির বেবি বাম্প, খুলতেই হা দুঁদে কর্তারা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মাদক পাচার নিয়ে নিয়ম যত কড়া হয় তার ফাঁক-ফোকরও তত তাড়াতাড়ি বের করে  পাচারকারীরা।  আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নিত্য নতুন পন্থা বের করে নেয় তারা । কখনো বিশেষ অঙ্গে, পাকস্থলীতে আবার কখনও ফলমূল বা পরিবহনের বিশেষ জায়গায় মাদক পাচারের কৌশল সম্পর্কে তো নিশ্চই শুনেছেন । কিন্তু এবার যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা কিন্তু সত্যি বেশ চমকপ্রদ।

গর্ভবতী সেজে মাদক পাচারের চেষ্টা! আর্জেন্টিনায় দেখা গেছে এমনিই ঘটনা। সেখানকার সুরক্ষা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ এই ঘটনার ছবি দিয়ে পুরো বিষয়টি নিয়ে টুইট করেছেন ৷ নিজের মিথ্যা ‘বেবি বাম্পে’ বেশ কয়েক প্যাকেট মারিজুয়ানা নিয়ে যাচ্ছিলেন এক মহিলা ৷ আর্জেন্টিনার সান্তাক্রুজের ম্যান্ডোনায় এই ঘটনা ঘটেছে ৷

পুলিশ কর্মকর্তারা যে কোচে তল্লাশি চালাচ্ছিলেন সেখানেই এই ভদ্রমহিলা ছিলেন৷ ভদ্রমহিলার সঙ্গে একজন বয়স্ক পুরুষও ছিলেন ৷ তার কাছে একটি ছোট মারিজোয়ানার প্যাকেট পাওয়া যায় ৷ এরপরেই ওই মহিলাকে চেপে ধরে পুলিশ৷ পুলিশ তল্লাশি করতে গিয়ে জানতে পারে, ওই ভদ্রমহিলা আদৌ প্রেগন্যান্ট নন। বরং তার নকল বেবি বাম্প তৈরি পুরোটাই সন্দেহজনক জিনিস দিয়েই৷ তারা স্বামী-স্ত্রী ছিলেন বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে।

Related Posts

Leave a Reply