কট্টর মাদক বিরোধী জাপানের সংসদ ভবনে গাজার গাঁজা !
কলকাতা টাইমসঃ
জাপান সরকার মাদকের বিরুদ্ধে সব সময়ই অত্যন্ত কঠোর। সেই দেশের সংসদ প্রাঙ্গণেই কিনা গাঁজার চারা বেড়ে উঠছে! হ্যাঁ, রাজধানী টোকিওতে দেশটির সংসদের মাঠে গজিয়ে উঠেছে গাঁজার চারা। এই ব্যাপারে পার্লামেন্টের এক সদস্য বলেন, সম্ভবত পাখি এর বীজ নিয়ে এসে ফেলেছে। সেখান থেকেই হয়তো এই মাদক গাছে জন্ম নিয়েছে।’
ওই পার্লামেন্ট সদস্য আরও জানান, ‘আমরা ইতিমধ্যে টোকিও মেট্রোপলিটন সরকারকে বিষয়টি জানিয়েছি। তারা দুই কর্মীকে সংসদ ভবন এলাকা পরিদর্শনে পাঠায়। তারা বলেছেন, গাছটির বয়স মাত্র দুই মাস। গাঁজার গাছ পুরোপুরি উপড়ে ফেলা হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য আবারও সংসদ ভবন এলাকা পরিদর্শন করা হবে।’