বাজারে ফ্লপ, তাই তিনটি অ্যাপ বন্ধ করে দিচ্ছে ফেসবুক !
কলকাতা টাইমসঃ
তেমনভাবে জনপ্রিয়তা না পাওয়ায় এবং ব্যবহারকারীর সংখ্যা কম থাকার কারণে তিনটি অ্যাপ বন্ধ করে দিচ্ছে ফেসবুক। এর মধ্যে গত অক্টোবরে কেনা টিবিএইচ (টু বি অনেস্ট) অ্যাপটিও রয়েছে। অ্যাপটি ঠিক কত টাকা দিয়ে ফেসবুক কিনেছিল তা প্রকাশ করা হয়নি।
বন্ধ করে দেওয়া বাকি দুটি অ্যাপের নাম হ্যালো ও মুভস। ৯০ দিনের মধ্যে এই সব অ্যাপ ব্যবহারকারীদের সব তথ্য মুছে দেবে ফেসবুক। একটি ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, ‘আমরা জানি এখনো কিছু মানুষ এই অ্যাপ ব্যবহার করছেন এবং এগুলো বন্ধ করে দিলে তারা হতাশ হবেন। কিন্তু আমরা মূল কাজের প্রতি অগ্রাধিকার দিতে চাই।’