January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিয়ের আমন্ত্রণ পত্রে রসায়নের ঝাঁঝ!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
ম্প্রতি ভারতের কেরালা রাজ্যে একটি বিয়ের আমন্ত্রণের বিশেষত্ব নজর কেড়েছে নেট দুনিয়ায়। নববিবাহিত এক দম্পতি তাদের বিয়ের আমন্ত্রণ পত্রে অভিনবত্ব এনেছেন। বিয়ের চিঠিজুড়ে শুধুই রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি।

জানা গেছে, গত ১৪ ডিসেম্বর কেরালার তিরুবনন্তপুরমে বিয়ে করেন সূর্য ও ভিথুন নামের দুই তরুণ-তরুণী। বিয়ের আমন্ত্রণ পত্রে তাদেরকে চিহ্নিত করা হয়েছে দুটি পরমাণু রূপে। দুজনের নামের আদ্যক্ষর দিয়ে পরমাণুদের নাম দেয়া হয়েছে ‘এসএ’ ও ‘ভিএন’। তাদের বিয়ে হওয়ার স্থানকে উল্লেখ করা হয়েছে ‘ল্যাবরেটরি’ বলে। বিয়ের দিনকে লেখা হয়েছে ‘রিঅ্যাকশন অন’। বিয়ের আমন্ত্রণপত্রে লেখা বার্তাতেও ছড়িয়ে আছে রসায়ন। সেখানে লেখা হয়েছে- ‘ভিথুন ও সূর্য পরমাণু বাবা-মার কাছ থেকে পাওয়া অ্যাক্টিভেশন এনার্জিকে (আশীর্বাদ) কাজে লাগিয়ে অণুতে পরিণত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনার উষ্ণ প্রতিক্রিয়াসহ এই বন্ধন (ক্যাটালিস্ট) অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ রইল।’

এদিকে, ওই এলাকার এমপি শশী থারুরও বিয়ের আমন্ত্রণপত্রটি পোস্ট করে নব দম্পতিকে আশীর্বাদ করেছেন।

Related Posts

Leave a Reply