প্রাণ বাঁচলেও পুড়ে ছাই অসমের জনবহুল বাজারের দেড়শোর বেশি দোকান
গতকাল রাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে শুক্রবার সকালেও ছোট ছোট স্ফুলিঙ্গ দেখা গেছে কোনও কোনও জায়গায়। দমকলের প্রায় ২৫টি ইঞ্জিন রাতভর চেষ্টা করে বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, দেড়শোর বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। যদিও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল।
দমকল জানাচ্ছে, গতকাল সন্ধেয় বাজারে আগুন লাগার খবর পেয়েই দমকলের কয়েকটি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। পাশের গোলাঘাট জেলার টিটাবর ও মারিয়ানি এলাকা থেকে দমকল ছুটে যায় ঘটনাস্থলে। কিন্তু ততক্ষণে আগুন এতটাই বড় আকার নিয়েছিল যে দমকলের আরও ইঞ্জিনকে ঘটনাস্থলে যেতে হয়। ২৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে।
দমকলকর্মীরা বলছেন, চকবাজারের ওই সুপার মার্কেট ঘিঞ্জি এলাকায়। ফলে আগুন নেভাতে সমস্যা হচ্ছিল। সরু রাস্তায় দমকলের ইঞ্জিন ঢুকতেও পারেনি। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের বাড়িগুলো থেকে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।