September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আরতির সময়  পুড়ে ছাই পুজোমণ্ডপ, ৩ শিশু সহ মৃত ৫, আহত প্রায় ৭০ জন

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
রতির সময় হ্যালোজেন আলো থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড দুর্গাপুজোর মণ্ডপে। আর তাতেই আগুনে পুড়ে মৃত্যু হল তিন শিশুসহ অন্তত ৫ জনের। আহত হয়েছেন প্রায় ৭০ জন দর্শনার্থী।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহিতে একটি পুজো প্যান্ডেলে। সপ্তমীর দিন রাত ন’টা নাগাদ আরতি করা হচ্ছিল ওই মণ্ডপে। সেই সময় প্যান্ডেলে লাগানো একটি হ্যালোজেন আলো অতিরিক্ত গরম হয়ে উঠেছিল। তা থেকেই আগুন লেগে যায় বিদ্যুতের তারে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে বাঁশ-কাঠের কাঠামো এবং কাপড় দিয়ে তৈরি প্যান্ডেলে।

ঘটনার সময় মণ্ডপে অন্তত ১৫০ জন পুণ্যার্থী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪৫ বছর বয়সি এক মহিলা এবং ১০ বছর বয়সি এক নাবালকের। আহত হন প্রায় ৭০ জন। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় আরো দুই শিশু এবং এক মহিলার।

এই ঘটনায় ওউরাই থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের দেখার জন্য জেলা প্রশাসনকে ইতিমধ্যেই তিনি হাসপাতালে যাওয়ার নির্দেশ দিয়েছেন। জখম হওয়া দর্শনার্থীদের যথাযথ চিকিৎসার বিষয়ে আশ্বাস দিয়েছেন তিনি।

Related Posts

Leave a Reply