ভারতে হামলার ছক: গোপনে মাসুদ আজহারকে মুক্তি !
কলকাতা টাইমসঃ
ভারতে হামলা চালানোর জন্য গোপনে মাসুদ আজহারকে মুক্তি দিয়েছে পাকিস্তান! আন্তর্জাতিক মহলে কোনঠাসা হওয়ার পর এবার ভারতের বিরুদ্ধে জঙ্গি লেলিয়ে দেওয়ার রাস্তাতেই হাঁটার সিদ্ধান্ত নিলো পাকিস্তান। অন্তত ভারতীয় গোয়েন্দাদের তেমনটাই ধারণা। জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের হাত ধরেই এখন ভারতের বিরুদ্ধে সফল হতে চাইছে পাকিস্তান।
ভারতীয় ইন্টেলিজেন্স ব্যুরোর দাবি, শিয়ালকোট-জম্মু ও রাজস্থান সীমান্তে বড় ধরনের সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্যই ওই জঙ্গি নেতাকে মুক্তি দেওয়া হয়েছে। উল্লেখ্য, তিন বছর আগে পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলায় জড়িত সন্দেহে ভারতের চাপে ২০১৬ সালের জানুয়ারিতে জইশ-ই-মুহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারকে আটক করে পাকিস্তান সরকার।