মাওলানা সাদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল বৈদেশিক অর্থের লেনদেনের হদিশ
কলকাতা টাইমসঃ
তবলীগ জামাতের প্রধান আমির মাওলানা সাদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল বৈদেশিক অর্থের লেনদেনের হদিশ পেলো দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে মামলা দায়ের করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, ইতিমধ্যেই ব্যাংকসংক্রান্ত নথি খতিয়ে দেখতে শুরু করেছে ইডি।মওলানার ব্যাংক অ্যাকাউন্টে বিদেশী অর্থের উৎস সম্পর্কে খতিয়ে দেখছে তারা।
এর আগে তার বিরুদ্ধে দিল্লি পুলিশ অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের করে। মার্চের মাঝামাঝি নিজামউদ্দিনে ইজতেমারের আয়োজন করেছিলেন এই ধর্মগুরু। সেখানে দেশ বিদেশের প্রায় ৯ হাজার মানুষ অংশ নিয়েছিল। যাদের মধ্যে বেশ কয়েক হাজার ইতোমধ্যেই করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ৭ জনের।সম্প্রতি এক ভিডিও বার্তায় তার অনুগামীদের ধৈর্য ধরতে অনুরোধ করেছেন মওলানা।