থুতু ফেলে মৃত্যুদণ্ডের দ্বারে
কলকাতা টাইমস :
কোভিড -১৯ করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবের মধ্যে সৌদি আরবের একটি শপিং মলের ট্রলিতে থুথু ফেলার কারণে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।
সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের হাইল প্রদেশে থুথু ফেলার আভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন তিনি।
সৌদি অনলাইন পত্রিকা আজেলের এক প্রতিবেদনে প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির কাজটিকে একটি বড় অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছে এবং তাকে “ধর্মীয় ও আইনীভাবে” তাকে অপরাধী হিসাবে গণ্য করা হবে।
সূত্রটি বলছে, ইচ্ছাকৃতভাবে সমাজের মানুষের মধ্যে করোনভাইরাস মহামারি ছড়িয়ে দেওয়া এবং তাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অভিযোগ আনা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণের প্রথম ঘটনাটি ঘটেছিল। মারাত্মক ভাইরাসটি এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৩০ হাজারেরও বেশি।
সৌদি আরব এখনও পর্যন্ত কোভিড -১৯ এ দুই হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৫ জনের।