শরীরের কোন অংশ কাঁপার কি ফল জানেন?
কলকাতা টাইমস :
ডান চোখ নাচলে অমুক হয়, বাঁ চোখে নাচলে তমুক হয়, এমন কথা কতবার শুনেছেন? কিন্তু জানেন কি শরীরের প্রতিটি অংশ কাঁপার আলাদা রহস্য আছে। জ্যোতিষী বিদ্যা জানাচ্ছেন দেহের কোন স্পন্দন করলে কী ফল পেতে পারেন।
১-মাথা ঢিপঢিপ করলে: ভূমি লাভ
২-কপাল ঢিপঢিপ করলে: স্থান বৃদ্ধি
৩-ভ্রু বা নাক কাঁপলে: প্রিয়জনের সঙ্গে সঙ্গম
৪-চোখ কাঁপলে: আনুগত্য প্রাপ্তি
৫-ডান চোখ কাঁপলে: অর্থ লাভ বা বন্ধু সমাগম
৬-ডান চোখের নীচের অংশ কাঁপলে: যন্ত্রণা
৭-বাঁ চোখে কাঁপলে: অর্থহানি, কলহ
৮-চোখের কোন কাঁপলে: স্ত্রী লাভ
৯-ঠোঁট কাঁপলে: ইচ্ছাপূরণ
১০-গলা কাঁপলে: সুখ, ধন, ভোজন
১১-জিভ কাঁপলে: বন্ধু লাভ
১২-তালু কাঁপলে: বিবাদ ভয়
১৩-ডান কান কাঁপলে: বিদ্যা, স্ত্রী ও কুটুম্ব লাভ
১৪-বাঁ কান কাঁপলে: মাথা যন্ত্রণা
১৫-দুই কান এক সঙ্গে কাঁপলে: ধন এবং সন্তোষ লাভ
১৬-কানের প্রান্ত কাঁপলে: প্রিয় সংবাদ।