যান্ত্রিক ত্রুটি: শেষ মুহূর্তে যাত্রা স্থগিত ‘বাহুবলী’র !
কলকাতা টাইমসঃ
শেষ মুহূর্তে যাত্রা স্থগিত করা হলো চন্দ্রযানের! যান্ত্রিক ত্রুটির কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। অন্য একটি সূত্রের খবর উৎক্ষেপনের মাত্র ঘন্টা খানেক আগে চন্দ্রযানের ফুয়েল ট্যাঙ্কে একটি লিকেজ ধরা পরে, যে কারণে আপাতত স্থগিত রাখা হল চন্দ্রযান ২-এর উৎক্ষেপণ। যদিও ইসরোর পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। রবিবার রাত ২.৫১ মিনিটে পাড়ি দেওয়ার কথা ছিলো বাহুবলীর।
শ্রীহরিকোটার সতীশ ধবন কেন্দ্রে রবিবার সকাল থেকেই ছিল সাজসাজ রব। ১৬ মিনিট ওড়ার পর চন্দ্রযান-২-কে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেবে বাহুবলী। সেখান থেকে প্রায় ২ মাস ধরে চাঁদের পথে এগোতে থাকবে চন্দ্রযান-২। যাত্রা শেষে ৬ সেপ্টেম্বর রোভার প্রজ্ঞান-কে নিয়ে চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং করবে ল্যান্ডার বিক্রম। তার পরেই বেরিয়ে আসবে ছয় চাকার যান ‘প্রজ্ঞান।’