January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিশ্বের সবচেয়ে স্বাস্থকর শহরের নাম ‘মদিনা’

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্বের অন্যতম সেরা স্বাস্থকর শহরের শিরোপা আদায় করে নিলো ‘মদিনা’। সৌদি আরবের এই পবিত্র ‘হেলদিয়েস্ট সিটি’র স্বীকৃতি প্রদান করলো বিশ্ব সাস্থ সংস্থা। ‘হু’র একদল বিচারক মন্ডলী মদিনা শহরটি পরিদর্শনের পর সমস্ত দিক বিবেচনা করে এই সিদ্ধান্তে উপনীত হন বলে জানা যাচ্ছে। স্বাস্থ্যকর শহরের সবরকম মানদণ্ডই এই শহর পূরণ করেছে বলে খবর।

মদিনা শহরে প্রায় ২০ লক্ষ মানুষ বসবাস করেন। সেই দিক থেকে দেখতে গেলে যথেষ্ট জনবহুল এই নগরী। এমন এক শহরের এই তকমা পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সৌদি আরবের এই শহরটির এই বিরল সন্মান আদায়ের পিছনে এই শহরেরই তাইবাহ বিশ্ববিদ্যালয়ের একটি বড়ো ভূমিকা রয়েছে বলে জানা যাচ্ছে। বিশ্বের অন্যত্র আগ্রহী শহরগুলোকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্যও বিশ্ববিদ্যালয়টিকে অনুরোধ জানায় বিশ্বস্বাস্থ্য সংস্থা।

Related Posts

Leave a Reply