নামেই বৈঠক: এক চুলও সরতে রাজি নয় চীন !
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমসঃ
ভারতীয় ভূখণ্ডে নিজেদের অবস্থানে অনড় চীনা সেনা। প্রসঙ্গত গত রবিবার দিনই ভারতের লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং এবং চীনের মেজর জেনারেল লিন লিউয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক শেষে তাদের আগের অবস্থানেই অনড় থেকেছে লাল ফৌজ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ওই বৈঠকের সবিস্তার ব্যাখ্যা দেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
জানা গেছে, ভারতীয় ভূখণ্ডের ফিঙ্গার ৪ পর্যন্ত এগিয়ে এসেছিল চীন সেনা। শেষপর্যন্ত ক্রমাগত ভারতীয় চাপের মুখে তারা ফিঙ্গার ৫ পর্যন্ত পিছিয়ে যায়। বর্তমানে সেখানেই অবস্থান করছে চীনা সেনা। জানা যাচ্ছে, নিয়ন্ত্ররেখা বরাবর প্রায় ২৫ হাজার সেনা মোতায়েন করে রেখেছে চীন। জুলাইয়ের শেষে অজিত ডোভালের সঙ্গে চীনা বিদেশমন্ত্রী ওয়াং উইয়ের বৈঠকের পর পরিস্থিতি কিছুটা পাল্টায়। নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছিল চীনা সেনা। কিন্তু প্যাঙ্গং লেক সংলগ্ন বেশ কিছু জায়গায় তারা এখনো ঘাঁটি গেড়ে রয়েছে বলে খবর।