January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

দুর্দান্ত শুরু করলো মেঘনা গুলজারের ‘রাজি’

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

‘তলওয়ার’ পরিচালক মেঘনা গুলজারের নতুন ছবি ‘রাজি’। গতকাল শুক্রবার মুক্তি পাওয়া ছবিটিকে বলা হচ্ছে ২০১৮ সালের অন্যতম আকাঙ্ক্ষিত ছবি। এই স্পাই থ্রিলারে মুখ্য চরিত্রে আছেন আলিয়া ভাট, তাঁর বিপরীতে ভিকি কৌশল। এ ছাড়াও গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রগুলোতে রয়েছেন জয়দীপ আহলাওয়াত, রজিত কাপুর আর সনি রাজদান। মুক্তির প্রথম দিন ভারতের বাজারে সাড়ে সাত কোটি টাকা আয় করেছে ‘রাজি’।

বিষয়টি নিশ্চিত করে ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তরুণ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, ‘সলিড কনটেন্ট’-এর শক্তিই আলাদা। ‘বিগ ব্যাঙ’ দিয়েই শুরু করল রাজি। সোজা কথা, দুর্দান্ত ওপেনিং……ভারতের বাজারে আয় ৭ দশমিক ৫৩ কোটি। সাম্প্রতিক সময়ের অন্যান্য ছবিগুলোর মধ্যে নারীকেন্দ্রিক এই ছবিটি অনেক ভালোভাবে শুরু করেছে বলে মনে করছেন অনেক চলচ্চিত্র বিশেষজ্ঞ।

 

Related Posts

Leave a Reply