ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করলেন মেলানিয়া !
কলকাতা টাইমসঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নীতিগত বিষয়ে সাধারণত কথা বলতে দেখা যায় না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। সম্প্রতি অভিবাসন নীতি আমেরিকা তথা ট্রাম্পের প্রবল সমালোচনা করলেন তিনি। এই বিষয়ে বরাবরই কঠোর নীতি অবলম্বন করে আসছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এবার মার্কিন সীমান্তে অভিবাসন সঙ্কট নিয়ে মেলানিয়া নিজের অবস্থান স্পষ্ট করলেন।
সীমান্তে আশ্রয়প্রার্থী অভিবাসীদের কাছ থেকে তাদের সন্তানদের আলাদা করে দেওয়া হয়। ফার্স্ট লেডির মুখপাত্র স্টেফানি গ্রিজম্যানের মাধ্যমে দেওয়া বিবৃতিতে বলা হয়, সন্তানদের আলাদা করার বিষয়টিকে ঘৃণা করেন মেলানিয়া। তিনি এও আশা করেন অভিবাসন নীতির সঙ্গে সংশ্লিষ্ট উভয় পক্ষ এই নীতি সংস্কারে এগিয়ে আসবেন।
মাত্র ছয় সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ২ হাজার শিশুকে তাদের পরিবার থেকে আলাদা করে ফেলা হয়েছে। এরপরই বিবৃতি দিলেন মেলানিয়া। স্টেফানি গ্রিজম্যান বলেন, ‘মেলানিয়া বিশ্বাস করেন আমাদের এমন একটা রাষ্ট্র প্রয়োজন যেটি সব নিয়মকানুন মেনে চলবে এবং একই সঙ্গে হৃদয় দ্বারাও পরিচালিত হবে।’