প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন করোনায় আক্রান্ত পুরুষ
কলকাতা টাইমসঃ
প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন করোনায় আক্রান্ত পুরুষ। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এলো করোনা ভাইরাসের আঁতুরঘর বলে পরিচিত চীনের উহান প্রদেশ থেকে। উহানের টংজি হাসপাতালের রিপ্রোডাকটিভ মেডিসিন সেন্টারের গবেষকরা জানাচ্ছেন, করোনায় আক্রান্ত পুরুষদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
করোনা ভাইরাসই মানব দেহের এইস-২ নামে একটি এনজাইমের সঙ্গে মিশে শরীরের বিভিন্ন কোষে আক্রমণ শানাচ্ছে। এই এইস-২ এনজাইম পুরুষদের অণ্ড কোষ, জীবাণু কোষ, এবং জনন কোষ তাদের প্রজনন ক্ষমতার সঙ্গে সরাসরি জড়িত। জানা যাচ্ছে, করোনায় আক্রান্ত ব্যক্তির এই কোষগুলো দ্রুত তাদের কর্মক্ষমতা হারাচ্ছে। যার ফলে শুক্রাণুর পরিমাণ কমে যাওয়ার মতন লক্ষণ দেখা যাচ্ছে।