January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

চীনকে বার্তা: দক্ষিণ চীন সাগরে ভয়ংকর যুদ্ধজাহাজ পাঠালেন বাইডেন !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিদেশি জাহাজ দেখলেই সেনাবাহিনীকে গুলি চালানোর বার্তা দিয়েছে চীন। যার ফল স্বরূপ মসনদে বসেই এবার দক্ষিণ চীন সাগরে ভয়ংকর যুদ্ধজাহাজ পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষজ্ঞদের ধারণা, ডোনাল্ড ট্রাম্পের পথেই চীনকে করা বার্তা দিতেই এই পদক্ষেপ নিলয়েছেন বাইডেন। যার ফলে আপাতত প্রবল উত্তেজনা বিরাজ করছে দক্ষিণ চীন সাগরে।

মার্কিন সামরিক বাহিনীর তরফে আজ এক বিবৃতে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ শনিবার ‘ইউএস থিওডোর রুজভেল্ট’ নামক বিমানবাহী রণতরী দক্ষিণ চীন সাগরে পাঠিয়েছে। ওই জাহাজের কমান্ডার ডগ ভেরিসিমো জানিয়েছেন, তারা দক্ষিণ চীন সাগরে সমস্ত দেশের জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্যই কাজ করবেন।

দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকাকেই নিজেদের বলে দাবি করে আসছে চীন। যদিও প্রতিবেশী দেশগুলিকেও ওই সাগরে আধিপত্য বজায় রাখতে সাহায্য করে আসছে আমেরিকা। ট্রাম্প প্রশাসন পরিষ্কার জানিয়ে দিয়েছিলো এটি ‘কমন করিডোর’।  প্রসঙ্গত, আমেরিকা মাঝে মধ্যেই দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ এবং জঙ্গিবিমান পাঠিয়ে থাকে।

Related Posts

Leave a Reply