রক্ষা নেই মেসির !

কলকাতা টাইমসঃ
ব্যাকুল আবেদন জানিয়েও শাস্তির কোপ থেকে বাঁচতে পারলেন না লিওনেল মেসি। বর্তমান ফুটবলের অন্যতম সেরা এই তারকার শাস্তি এক বিন্দুও কমাতে রাজি হলো না কনমেবল। প্রসঙ্গত আগামী ৩ মাসের ফুটবল থেকে নির্বাসনে পাঠানো হয়েছে এই আর্জেন্টাইন ফুটবল তারকাকে। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট খেলার সময় দক্ষিণ আমেরিকার সবও থেকে বড় ফুটবল সংস্থা কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার অপরাধে আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয় মেসিকে।
ব্রাজিলের কাছে সেমিফাইনালে হারের পর চিলির বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কনমেবলকে দূর্নীতিগ্রস্থ বলে মন্তব্য করেন লিওনেল মেসি। মেসির নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস কমানোর জন্য আবেদন করেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। কিন্তু তাদের সেই আবেদনে সাড়া দেয় নি কনমেবল।