সেরা ইউরোপিয়ান ফুটবলারের তালিকায় নেই মেসি! প্রথম তিনে রোনাল্ডো, সালাহ এবং মদ্রিচ
কলকাতা টাইমসঃ
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা-উয়েফা ২০১৭-১৮ জন্য বর্ষসেরা খেলোয়াড়দের তালিকা ঘোষণা করলো। সেই তালিকায় স্থান পায়নি বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা বার্সেলোনার আর্জেন্টাইন প্রাণভোমরা লিওনেল মেসি। তবে তালিকায় ঠিকই জায়গা করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মাদ্রিচ ও মিশরীয় তারকা মোহাম্মদ আল সালাহ।
সোমবার ঘোষিত এই তালিকায় মেসির বাদ পড়ার কারণ অবশ্য একাধিক। প্রথমত, চ্যাম্পিয়নস লিগে রোমার কাছে হেরে শেষ আট থেকে বিদায় নেওয়া। আর দ্বিতীয়ত, আর্জেন্টিনার জার্সি গায়ে নিস্প্রভ থাকা। অন্যদিকে, তালিকায় রোনাল্ডোর জায়গা করে নেওয়ার কারণ, রিয়াল মাদ্রিদের হয়ে পঞ্চমবার ও একটানা তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা। তাছাড়া টানা ৬ মরসুমের গোল দাতাও তিনি।
আর সালাহ তালিকায় উঠে এসেছেন, চ্যাম্পিয়ন্স লিগের গত মরসুমে লিভারপুলকে ফাইনালে তোলায়। আর মদ্রিচের জায়গা মিলেছে রিয়ালে দুর্দান্ত খেলার পাশাপাশি রাশিয়া বিশ্বকাপে সফল পারফরম্যান্সের কারণে।