রাশিয়া বিশ্বকাপে নজর কাড়বে বেলজিয়ামের মেসি
নিউজ ডেস্কঃ
ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরেই বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি ঘটেছিল বেলজিয়ামের। এবার বেলজিয়ামের গ্রুপ পর্বে বড় প্রতিপক্ষ ইংল্যান্ড। শেষ ষোলোয় এইচ গ্রুপে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পোল্যান্ড অথবা কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হয়ে যেতে পারে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির। এ বাধাটা পার করতেই সবচেয়ে বেশি অবদান রাখতে হবে বেলজিয়ামের মেসির তকমা পাওয়া হ্যাজার্ডকে!
বিশ্বকাপ বাছাই পর্বে ৬ গোল করেছেন হ্যাজার্ড, ক্লাবের হয়ে শেষ মরসুমে ৫১ ম্যাচে ১৭ গোল। হ্যাজার্ডের সমস্যা হচ্ছে ধারাবাহিকতায়। একটা সময় চেলসিতে খেলা উরুগুইয়ান মিডফিল্ডার গাস পোয়েত হ্যাজার্ড সম্পর্কে বলেছেন, ‘মেসিকে নিয়ে বাজি ধরাটা নিরাপদ, কারণ সে সব সময় পারফর্ম করে। হ্যাজার্ডের বেলায় সব সময় তেমনটা হয় না।’ এইসব সমালোচনাকে মিথ্যা প্রমাণ করাটাই হ্যাজার্ডের বড় চ্যালেঞ্জ।
হ্যাজার্ড মেসির পর্যায়ে যেতে না পারলেও অনেকটাই কাছাকাছি পৌঁছেছেন। আসছে দলবদলে তাঁকে নিয়ে বেশ কাড়াকাড়ি পড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আগ্রহ দেখাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদ। লিয়েনে চেলসিতে এসে নিজেকে চিনিয়েছেন হ্যাজার্ড, রাশিয়া বিশ্বকাপে কি আরেকটু মেলে ধরতে পারবেন নিজের প্রতিভা?