মেসি-রোনাল্ডোর এবারের ব্যালন ডি’অর জুটবে না -এমবাপ্পে
কলকাতা টাইমসঃ
রাশিয়া বিশ্বকাপের অন্যতম সেরা চমক ফ্রান্সের ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে। এরই মধ্যে বিশ্ব ফুটবলের নজর কেড়েছেন তিনি। এবার তিনি সরাসরি জানালেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি এখনও বিশ্বসেরা ফুটবলার হলেও এবারের ব্যালন ডি’অর জয়ের প্রধান দাবিদার নন। বরং বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের কেউ পুরস্কারটা জিতলে সেটা ন্যায্য বিচার হবে।
এমবাপ্পে বলেন, ‘‘ওরা কেউই এই মুহূর্তে ভালো খেলছে না। ওদের যুগ শেষ হয়ে গেছে সে কথাও বলা যাবে না। তবু আমার মনে হয় না ওদের দু’জনের কেউ এবার ব্যালন ডি’অর জিতবে। কারণ এটা বিশ্বকাপের বছর। বিশ্বকাপকে প্রাধান্য দিতেই হবে।’’
৯৮ এর বিশ্বকাপজয়ী ফ্রান্সের জিনেদিন জিদানই ব্যালন ডি’অর পাওয়া শেষ ফরাসি। এখন দেখার, এবারও পল পোগবা, এমবাপ্পেদের মধ্যে থেকে এই পুরস্কারের জন্য কাওকে বাছা হয় কি না। এবং এমবাপ্পের দাবি সেটাই কাম্য, ‘‘সত্যি কথা বললে, সে রকম কিছুই আশা করছি। ফ্রান্স বিশ্বফুটবলে বিরাট কিছুই করেছে। আমাদের কাওকে পুরস্কারটা দেওয়া হলে সেটা অন্যায্য কিছু হবে না। উল্টে আমি তো বলব, ফ্রান্সের কেউ এই পুরস্কারটা না পেলেই তা লজ্জার ব্যাপার হবে। আমরা একটা ইতিহাস গড়েছি। এবং তার জন্য পুরস্কৃত হলে সেটা দারুণ খুশির ব্যাপারও হবে।’’
কেন মেসি বা রোনাল্ডো এ বার পিছিয়ে থাকবেন, সে ব্যাখ্যাও দিয়েছেন এমবাপ্পে। তাঁর কথা, ‘‘খুব নিরপেক্ষ ভাবে দেখলে বলাই যায় যে ওদের থেকে ভাল এখনও কেউ নেই। মেসি ইউরোপের সেরা গোলদাতা। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা আবার রোনাল্ডো। কিন্তু বছরের সেরা প্রতিযোগিতাটা ছিল বিশ্বকাপ। তাই রাশিয়ায় কে কী করল সেটাই প্রধান বিচার্য হওয়া উচিৎ।’’