জার্মানি ছেড়ে এবার তুরস্কের জন্যই ফুটবল পায়ে দেবেন মেসুত ওজিল
কলকাতা টাইমসঃ
মেসুত ওজিল। জার্মানির প্রাক্তন তারকা ফুটবলার। বিগত বিশ্বকাপে জার্মানির হয়ে খেলার পর সেদেশের দর্শকদের হাতে তার চূড়ান্ত অপমানিত হওয়ার ঘটনা এখনো স্মৃতিতে উজ্ঞল। এর পরই জার্মানির হয়ে আর ফুটবল না খেলার সিদ্ধান্ত নেন তিনি। সম্প্রতি তুর্কি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পরিষ্কার জানিয়ে দেন, জার্মানির হয়ে আর কখনোই ফুটবলে পা দেবেন না তিনি।
জানা গেছে, জার্মানিতে জন্ম হলেও এই মিডফিল্ডার আদতে তুর্কি বংশোদ্ভূত। তার স্ত্রীও একজন তুর্কি মহিলা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গেও তার সম্পর্ক সর্বজন বিদিত। ওজিলের বিয়েতে তুর্কি প্রেসিডেন্টের উপস্থিতিকে ভালোভাবে নেননি জার্মান নাগরিকরা। জানা যাচ্ছে বর্তামানে তুরস্কের ‘ফেনারবাচে’ নামক একটি ক্লাবে যোগ দিয়েছেন ওজিল।