সীমান্তে পৌঁছতে নিজেদের ঠোঁট সেলাই করছেন মেক্সিকান শরণার্থীরা !
কলকাতা টাইমসঃ
সীমান্তে পৌঁছতে নিজেদের ঠোঁট সেলাই করছেন মেক্সিকান শরণার্থীরা! অভিবাসন কতৃপক্ষের কাছে প্রতিবাদ জানাতে এই নৃশংস পন্থার অবলম্বন নিয়েছে তারা। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এ চিত্র দেখাগিয়েছে বলে জানা যাচ্ছে। তাদের দাবি, তাদের মার্কিন সীমান্তের দিকে যেতে দেওয়া হোক।
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, শরণার্থীরা মুখ সেলাই করতে একে অন্যকে সাহায্য করছেন। তরল খাবার খেয়ে প্রাণ বাঁচানোর জন্য ঠোঁটের সামান্য কিছু জায়গা ফাঁকা রেখে দেওয়া হচ্ছে। এই শরণার্থীদের অধিকাংশই মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে এসেছেন। সুঁই ও প্লাস্টিকের সুতা দিয়ে ঠোঁট সেলাই করছেন তারা।