নিজের বেতন ৬০ শতাংশ কমিয়ে নিলেন মেক্সিকো প্রেসিডেন্ট !
কলকাতা টাইমসঃ
মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট অ্যান্দ্রেস মানুয়েল লোপেজ ওবরাদোর আগামী ডিসেম্বরে তার ক্ষমতাগ্রহণ করবেন। তিনি আগের প্রেসিডেন্টের তুলনায় তার বেতন ৬০ শতাংশ কম গ্রহণ করবেন বলে ঘোষণা করেছেন। মেক্সিকো সিটিতে তার নির্বাচনী ক্যাম্পের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সামনে এই ঘোষণা করেন লোপেজ ওবরাদোর। তিনি বলেন, আমরা চাই বাজেটের সব টুকু সুবিধাই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাক।
মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতা প্রতি মাসে বেতন বাবদ ২ লাখ ৭০ হাজার পেসো পান। লোপেজ ওবরাদোর প্রতি মাসে বেতন বাবদ এক লাখ আট হাজার পেসো নেবেন। তিনি আরও জানিয়েছেন, তার ক্ষমতার ৬ বছরে কোনও সরকারি কর্মী প্রেসিডেন্টের চেয়ে বেশি বেতন পাবেন না।