ভারতবাসীর কাছে ক্ষমা চাইছেন মিকা সিং
কলকাতা টাইমসঃ
বর্তমানে ভারতেই নিষিদ্ধ করা হয়েছে এই ভারতীয় শিল্পীকে। ভারত জুড়ে যখন পাকিস্তানের বিরুদ্ধে বিষোদ্গার চলছে ঠিক সেই সময়েই লুকিয়ে পাকিস্তানে গান গাইতে যান মিকা সিং। এরপরই তাকে দেশ জুড়ে তাকে নিষিদ্ধ করা হয় ভারতে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কস অ্য়াসোসিয়েশন গোটা দেশ জুড়ে নিষিদ্ধ করে তাকে। বেশ কিছুদিন চুপ করে থাকার পর গতকাল বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন এই বলিউডি গায়ক।
মিকা বলেন, পাকিস্তানে গান গাইতে যাওয়ার পর জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়। যদি তিনি কোন ভুল করে থাকেন, তাহলে দেশের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন তিনি। প্রসঙ্গত, ৮ অগাস্ট পাকিস্তানের করাচিতে একটি অনুষ্ঠানে হাজির হন মিকা। জানা যায়, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের ঘনিষ্ঠ আত্মীয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে হাজির হন তিনি। শুধু তাই নয়, করাচিতে মিকার গানের অনুষ্ঠানে দাউদ ইব্রাহিমের পরিবারের বেশ কয়েকজন সদস্যও হাজির হন বলে অভিযোগ।