মাইক পম্পেও এখন ফক্স নিউজের একজন কর্মী !
কলকাতা টাইমসঃ
প্রবল প্রভাবশালী প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এখন ফক্স নিউজের একজন কর্মী। মার্কিন এই সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, তাদের সঙ্গে একজন ‘কন্ট্রিবিউটর’ হিসেবে কাজে যোগ দিয়েছেন পাম্পেও। ফক্স নিউজের সিইও সুজান্নি স্কট জানান, আমেরিকার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মাইক পম্পেও। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর দেশের দ্বিতীয় মর্যাদাসম্পন্ন ব্যক্তি ছিলেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী। এখন থেকে আমাদের লক্ষ লক্ষ দর্শকের কাছে বিভিন্ন ইস্যুতে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বলে প্রত্যাশা করছি আমরা।
প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বভার প্রহণ করেন পাম্পেও। ফক্স নিউজে যোগদানের পর এক বিবৃতিতে পম্পেও জানান, ‘আমেরিকার পররাষ্ট্র নীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আমি দর্শকদের কাছে আমার অকপট দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চাই। এর ফলে আমেরিকার সমৃদ্ধি এবং নিরাপত্তা সম্পর্কিত একটি সুনির্দিষ্ট ধারণা তৈরী করতে পারবে মার্কিন জনগণ।
পূর্বসূরি রেক্স টিলারসনের কাছ থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন পম্পেও।