মাইলের পর মাইল এলাকা ঢেকে গেলো মাকড়সার জালে !
কলকাতা টাইমসঃ
মাকড়সার বিশাল জাল ঢেকে দিচ্ছে বিস্তীর্ন এলাকা! এমনই অবাক করা ঘটনা ঘটছে অস্ট্রেলিয়ার গ্রামাঞ্চলের মাইলের পর মাইল এলাকাজুড়ে। ওই দেশের ভিক্টোরিয়ার জিপসল্যান্ডের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।
প্রাণীবিজ্ঞানীদের মতে, মাকড়সা জাল বোনে দু’টি কারণে। প্রথমত, তারা অন্যদের থেকে দূরে থাকতে ভালবাসে। দ্বিতীয়ত, খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তাদের সবচেয়ে পছন্দের রাস্তা এই জাল। বন্যার পর মাকড়সারা আর মাটিতে থাকা সেফ বলে মনে করেনা। ফলে অপেক্ষাকৃত উঁচু জায়গায় যাওয়ার জন্য তারা দ্রুতগতিতে এই জাল বুনতে শুরু করে।