প্রয়োজনে দুধ ফেলে দেওয়া হয়, কিন্তু বিক্রি করা যায়না এই গ্রামে !
কলকাতা টাইমসঃ
আগ্রার তাজমহল থেকে মাত্র ২ কিলোমিটার দূরের একটি গ্রাম। নাম ‘কুয়া খেদা’। এই গ্রামের বেশিরভাগ মানুষ গবাদি পশুপালন করলেও এই গ্রামের বাসিন্দাদের দুধ বিক্রি করার অনুমতি নেই। তাদের মতে, বহু বছর ধরে চলে আসা এই নিয়ম ভাঙলে মহা পাপ হবে তাদের।
প্রয়োজনে তারা দুধ দান করেন। দুধ বিক্রি এখানে অশুভ। উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে গ্রামবাসীদের যে কোনো প্রয়োজনে তারাই একজোট হয়ে দুধ জোগাড় করে দেন।গ্রামের মানুষদের মুখে মুখে ফেরা ধারণা, এক সাধু প্রায় ৪০০ বছর আগে গ্রামবাসীদের দুধ বিক্রি না করার পরামর্শ দিয়েছিলেন।