November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

শুধু কোটি-কোটি টাকাই নয় পায়রাদের নাম ১২৬ বিঘা জমি, দোকানও

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
রাজস্থানের মানুষদের ধন-সম্পত্তি নিয়ে ভারতবর্ষ জুড়ে বেশ খ্যাতি রয়েছে। রাজ্যটিতে এমন একটি শহর রয়েছে, যেখানে মানুষের পাশাপাশি পায়রাদের নামেও রয়েছে কোটি টাকা।

এক প্রতিবেদনে বলা হয়েছে, কোটিপতি এই পায়রাদের বাস ভারতের রাজস্থানের নাগৌর অঞ্চলের জাসনগরে। তাদের সম্পত্তির মধ্যে রয়েছে কয়েক একর জমি, নগদ অর্থ এবং অসংখ্য দোকানপাট।

শহরের পায়রাদের নামে ২৭টি দোকান রয়েছে। এর বাইরে তাদের নামে ৩০ লাখ টাকার নগদ অর্থও জমা রয়েছে। এছাড়া ১২৬ বিঘা জমিও এই পায়রাদের মালিকানাধীন। পায়রাদের খাবার খাওয়ানোর প্রাচীন প্রথা থেকে শিল্পপতি সাজ্জানরাজ জৈন ৪০ বছর আগে নগরে ‘কবুতরন ট্রাস্ট’ নামের একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।এরপর থেকে স্থানীয়রা ট্রাস্টের নামে নগদ টাকা বেশ উদারভাবে দান করেন। পায়রাদের মালিকানাধীন জমিতে বর্তমানে একটি গোশালা রয়েছে। এখানে ৫০০ গরু থাকে। তাদের চিকিৎসা ব্যবস্থাও রয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা প্রভুসিং রাজপুরোহিত।

Related Posts

Leave a Reply