লক্ষ লক্ষ পঙ্গপাল ধেয়ে আসছে ভারতের দিকে !
কলকাতা টাইমসঃ
লক্ষ লক্ষ পঙ্গপাল ধেয়ে আসছে ভারতের দিকে। আগামী মে মাসের শুরুতেই ভারতে আঘাত হানবে পঙ্গপাল বাহিনী। সম্প্রতি বিশ্ব কৃষি সংস্থা (ফাও) এই সতর্কতা জারি করে। যদিও নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, এই চ্যালেঞ্জ মোকাবিলায় তারা প্রস্তুত।
জানা যাচ্ছে, এই পঙ্গপাল তেড়ে আসছে ইরান ও হর্ন অফ আফ্রিকা বলে খ্যাত জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও সোমালিয়ার মরুভূমি থেকে। সম্প্রতি পাকিস্তানের সিন্ধু প্রদেশে পঙ্গপালের হানার কারণে জরুরি অবস্থা জারি করতে হয় ইমরান খানের সরকারকে। পঙ্গপালের আক্রমণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে সেখানকার চাষবাস।নষ্ট হয়ে যায় জমি বা বাগানের ফসল।