চীন ছেড়ে পালাতে চাইছেন লক্ষ লক্ষ জনগণ !
কলকাতা টাইমসঃ
চীন ছেড়ে পালাতে চাইছেন লক্ষ লক্ষ জনগণ। সেদেশের বর্তমান শাসকের স্বৈরাচারী ক্রিয়াকলাপের কারণে প্রবল আতংকে ভুগতে শুরু করেছেন চীনের একটা বড়ো সংখক জনগণ। আপাতত তারা বিশ্বের যে কোনো গণতান্ত্রিক দেশগুলোতে আশ্রয় নিতে চাইছেন। প্রসঙ্গত, ২০১২ সালে শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত প্রায় সোয়া ৬ লক্ষ চীনা নাগরিক বিভিন্ন দেশে আশ্রয়ের আবেদন করেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা তাদের সর্বশেষ তথ্যে এই চিত্র তুলে ধরেছে।
তাদের দাবি, শাসকের বিরুদ্ধে যেতে পারে এমন ব্যক্তিদেরই রাষ্ট্রর রক্তচক্ষুর সামনে পড়তে হচ্ছে। ইতিমধ্যেই প্রায় এক মিলিয়ন উইঘুর মুসলমানকে গণকারাগারে বন্দি করা হয়েছে বলে খবর। সম্প্রতি চীনের শীর্ষস্থানে থাকা ব্যবসায়ী সান দাউকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।