লক্ষ লক্ষ কর্মী নিয়োগ হচ্ছে আমেরিকায় !
কলকাতা টাইমসঃ
করোনার ঢেউ সামলে মার্কিন অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া গেলো। দেশের বেকারত্বের হার কমিয়ে গত এক মাসে প্রায় সাড়ে ৮ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে আমেরিকা। করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে চলা আর্থিক মন্দার কারণে কাজ হারাতে হয়েছে কোটি কোটি মানুষকে। হু হু করে এখনো বেড়ে চলেছে বেকারত্বের হার। এমনই এক সময়ে মার্কিন দেশের এই খবর যথেষ্ট আশাব্যঞ্জক।
জানা যাচ্ছে, নতুন এই কর্মসংস্থানগুলি মূলত হয়েছে বার, রেস্তোরাঁ, খুচরা ব্যবসা এবং শিক্ষা খাতে। ম্যাকডোনাল্ডস এবং চিপটলের মতো কোম্পানিগুলো তাদের ন্যূনতম মজুরি ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে। যার ফলে জুন মাসে এই সংস্থার কর্মীদের প্রতি ঘণ্টায় গড় উপার্জন ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। মার্কিন শ্রমমন্ত্রক জানাচ্ছে, গত জুন মাসে তাদের বেকারত্বের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯ শতাংশে।