আমেরিকায় বেকার ভাতার আবেদন জানাচ্ছেন কোটি কোটি যুবক যুবতী
কলকাতা টাইমসঃ
মার্কিন মুলুকে বেকার ভাতার আবেদন জানাচ্ছেন কোটি কোটি যুবক যুবতী। ইতিমধ্যেই প্রায় ২ কোটি ৬৫ লক্ষ মার্কিনি এই ভাতার আবেদন করেছেন বলে খবর। ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক প্রতিষ্ঠান। বেকার হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। গত মাসে সেদেশে বেকারত্বের হার বেড়েছে প্রায় ১৬ শতাংশ। যা হার মানিয়েছে অতীতের সমস্ত রেকর্ডকে।
গত মার্চ মাসে আমেরিকায় বেকারত্বের হার ছিল ৪.৪ শতাংশ। এপ্রিল মাসে সেই হার বেড়ে প্রায় ২২ শতাংশ হওয়ার আশংকা। অতিমারী কাকে বলে হরে হরে টের পাচ্ছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশ। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় আমেরিকায় ২৮,৪২০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২,২৩১ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ।