‘নিরুদ্দেশ-ভারত সরকার’: প্রচ্ছদে আউটলুক !

কলকাতা টাইমসঃ
অতিমারীর কারণে দেশজুড়ে অক্সিজেন সংকট। আদালতে মামলা। একইসঙ্গে তীব্র ভ্যাকসিন সংকটে নাস্তানাবুদ দেশের জনগণ। ঠিক এমনই এক পরিস্থিতিতে আউটলুক পত্রিকা তাদের অভিনব প্রচ্ছদ প্রকাশ করলো। তাদের প্রচ্ছদ বলছে ‘নিরুদ্দেশ-ভারত সরকার’। আগামী ২৪ তারিখ তাদের এই বিষয়ের পরিপ্রেক্ষিত সম্বলিত ম্যাগাজিনটি প্রকাশ পেতে চলেছে। যা আপাতত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে।
আউটলুকের বিজ্ঞাপন আকারের প্রচ্ছদের মাঝখানে বড়ো করে লেখা রয়েছে ‘মিসিং’। তার কিছুটা নিচে লেখা রয়েছে নাম পরিচয়। নাম হিসেবে লেখা রয়েছে -ইন্ডিয়ান গভর্মেন্ট,বয়স -৭ বছর। শেষ লাইন বলছে, খোঁজ পেলে ভারতীয় জনগণকে জানান? এই পত্রিকায় নিজেদের বক্তব্য রেখেছেন দেশের প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্বরা।