মিজোরামের পাথর খাদান ধসে মৃত ১০ শ্রমিক, আটকে আরও ২
মিজোরামের হানথিয়াল জেলার এক পাথর খাদানে কাজ করছিলেন ১৩ জন ভিন রাজ্যের শ্রমিক। হঠাৎই হুড়মুড়িয়ে ধস নামে সেখানে। আটকে পড়েন তাঁরা। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এসে শুরু করে উদ্ধারকাজ। রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগ, বিএসএফরাও উদ্ধারকাজে হাত লাগায়।
গতকাল বিকেল থেকে উদ্ধারকার্য শুরু হলেও কোনও শ্রমিকের সন্ধান মেলেনি। মঙ্গলবার ভোরে আটজনের নিথর দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। বাকিদের সন্ধান চলছে।
জানা গেছে, মিজোরামের হানথিয়াল গ্রামে একটি আধুনিক শহর তৈরি করা হচ্ছে। তাই সেখানকার খাদানে চলছিল পাথর ভাঙার কাজ। পুলিশ সূত্রে খরব, ১৩ জন শ্রমিকদের মধ্যে একজন জীবিত অবস্থায় বেরিয়ে আসতে পারলেও বাকিরা আটকে পড়েন। এখনও চলছে উদ্ধারকাজ।