জংলী সাজায় অভিশপ্ত হল মডেল
কলকাতা টাইমস :
সুন্দরী প্রতিযোগিতায় রূপের ঝলক দেখাতে জংলী সেজেছিলেন মডেল। কিন্তু ছোট্ট এক টুকরো আগুনে পুরো মাথাই তার জ্বলে ওঠে। প্রতিযোগিতা তো মাথায় উঠেই, নারী মডেলের মাথা নিয়েই তখন ব্যস্ত হয়ে পড়েন আয়োজকেরা।
ঘটনাটি ঘটেছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদোর’এ! সেখানে সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে রূপ যৌবন দেখাতে র্যাম্পে হেঁটে আসছিলেন এক মডেল। মাথায় তার পাখির পালকের বিশাল মুকুট।
আদিম পরিবেশ তৈরির স্বার্থে প্রতিযোগীকে সঙ্গ দিতে মঞ্চে দাঁড়িয়ে তখন একাধিক মডেল। তাদের হাতে জ্বলন্ত মশাল। আর সেই আগুনই লেগে যায় প্রতিযোগীর মাথার মুকুটে।
তরুণী তখনও জানেন না মাথায় যে অভিশাপ নেমে এসেছে। মুখে তার হাসি! কিন্তু মঞ্চে তখন দেখা দিয়েছে এলাহি কাণ্ড। আয়োজকেরা এসেছেন দৌড়ে। ততোক্ষণে আগুন প্রতিযোগীর মাথায় নৃত্য শুরু করেছে আগুন। এরপর আগুন থেকে তরুণীকে রক্ষা করতে দ্রুত হাত চালান সবাই।
তবে আগুন থেকে মাথা বাঁচাতে প্রতিযোগীকে কয়টি চর-থাপ্পড় হজম করতে হয়েছে তা জানতে ভিডিও’টি ভালো করে দেখতে হবে!