January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

মোদিই রোল মডেল কঙ্গনা রানাওয়াতের, তাহলে কী গেরুয়া শিবিরেই…… 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

অভিনয় তো অনেক হল! এবার কি তাহলে রাজনীতিতে নামতে চাইছেন কঙ্গনা রানাওয়াত? সরাসরি না বললেও তার কথায় তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি নয়াদিল্লিতে এক আলোচনা সভায় কঙ্গনা ভারতের রাজনীতি নিয়ে নানান কথা বলেন।

নিজে রাজনীতিতে নামবেন কি না জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘ভারতীয় রাজনীতিবিদদের পোশাকের ধরণ আমার পছন্দ নয়। রাজনীতিতে নামলে আমি ওই ধরনের পোশাক পরবো না। আর আমি এও মনে করি না যে এটা সবাই মেনে নেবে। তাছাড়া আমি যেভাবে কথা বলি কেউই আমাকে তাদের দলে ভেড়াতে আগ্রহ দেখাবে না।’

ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদিকে রোল মডেল মনে করেন কঙ্গনা, ‘আমি মোদির অনেক বড় ফ্যান তার সফল গল্পের জন্য। আমাদের সঠিক রোল মডেল দরকার। আমাদের একজন প্রধানমন্ত্রী আছেন যিনি আগে চা বিক্রি করতেন। এটা মোদির জয় নয়, এটা ভারতীয় গণতন্ত্রের জয়। মোদিই ভারতের সেরা রোল মডেল।’

 

Related Posts

Leave a Reply