মোদি এবং ট্রাম্পকে সাক্ষী রেখে শি জিনপিংয়ের বিরুদ্ধে মামলা হলো ভারতীয় আদালতে!
কলকাতা টাইমসঃ
নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পকে সাক্ষী রেখে শি জিনপিংয়ের বিরুদ্ধে মামলা হলো ভারতীয় আদালতে! মামলায় বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনের প্রেসিডেন্টকেই দায়ী করেছেন অভিযোগকারী। একই সঙ্গে তথ্য গোপন করে চীনকে সাহায্য করার জন্য অভিযুক্ত হিসেবে তালিকায় রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জেনারেল টেডরস অ্যাঢানম ঘেব্রেইসুস’এর।
গতকাল (বৃহস্পতিবার) বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়া সেক্টরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলাটি রুজু করা হয়। ভারতীয় দন্ডবিধির ২৬৯, ২৭০, ২৭১, ৩০২, ৩০৭, ৫০০, ৫০৪ ও ১২০(বি) ধারায় মামলাটি রুজু করা হয়। আগামী ১৬ জুন মামলার শুনানি। মামলাকারী ওই আইনজীবী মুরাদ আলির অভিযোগ, ‘গত বছরের শেষে চীনের উহান থেকে ছড়িয়ে পরা করোনা ভাইরাস আজ অতিমারীর রূপ নিয়েছে। ভাইরাস ছড়ানোর জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেই দায়ী ক্যরেছেন তিনি।’