November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মানবাধিকার সঙ্গে মুক্ত সাংবাদিকতা, মোদি-বাইডেন আলোচনায় 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে গত তিন দিনে ১৫ জনের বেশি রাষ্ট্রনেতার সঙ্গে প্রধানমন্ত্রী মোদির দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে। তবে  দিল্লি সফর শেষে ভিয়েতনামে পৌঁছে সাংবাদিক সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, মানবাধিকার রক্ষা, সংবাদমাধ্যমের স্বাধীনতার মতো সংবেদনশীল ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে। বাইডেন জানান, মোদিকে তিনি মানবাধিকার রক্ষার গুরুত্বের বিষয়ে বলেছেন। একই সঙ্গে মোদির সঙ্গে তাঁর সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা হয়েছে বলে তিনি  বলেন।

উল্লেখ্য, গত শুক্রবার ভারতের পা রাখার পর মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জো বাইডেন। রীতি অনুযায়ী, এই ধরণের শীর্ষ স্তরের রাষ্ট্রনেতাদের দ্বিপাক্ষিক বৈঠকের পর মার্কিন সাংবাদিকরা উভয় দেশের রাষ্ট্রনেতাকেই কিছু প্রশ্ন করে থাকেন সাংবাদিক সম্মেলনে। আমেরিকায় যখন মোদি  গিয়েছিলেন, তখন তাঁকেও সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছিল। তবে বাইডেনের ভারত সফরকালে মার্কিন সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। ভারত সরকারের পক্ষ থেকে সফররত মার্কিন সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়েছিল, মোদি-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকের পর কোনও সওয়াল-জবাব পর্ব থাকবে না। এমনকী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও সাংবাদিক সম্মেলন করতে দেওয়া হয়নি। পরে হোয়াইট হাউজের তরফে সাংবাদিকদের জানানো হয়েছিল যে ভিয়েতনামে পৌঁছে বাইডেন সাংবাদিক সম্মেলন করবেন। রবিবার  দিল্লি থেকে ভিয়েতনাম পৌঁছেই সাংবাদিকদের মুখোমুখি হন বাইডেন। তাঁর কথায়, “আমি এটা সব সময় মনে করি মানবাধিকার, নাগরিক সমাজের গুরুত্ব এবং সংবাদপত্রের স্বাধীনতা একটা মজবুত ও সমৃদ্ধশালী দেশ গড়তে সব সময়ে কার্যকরী। এই কথা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনায় বলেছি।”

Related Posts

Leave a Reply