তিন তালাক বন্ধে ডাহা ফেল মোদি সরকার
কলকাতা টাইমস :
৬ বছর কেটে গেলেও বন্ধ করা যায়নি তিন তালাক। মুসলিম সমাজে বিবাহ বিচ্ছেদের এই ব্যবস্থাকে ২০১৭ সালে অসাংবিধানিক বলে বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয় এই ব্যবস্থাকে বন্ধ করতে দু’ বছরের মাথায় কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতের রায়কে হাতিয়ার করে মুসলিম ওম্যান (প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ) আইন, ২০১৯ চালু করে। তাতে তিন তালাক দেওয়ার অপরাধে স্বামীর তিন বছরের জেলের বিধান রয়েছে। কিন্তু এতো করেও যে স্বমহিমায় তিন তালাক তা খোদ শীর্ষ আদালতে স্বীকার করল মোদি সরকার।
সুপ্রিম কোর্টে একটি মামলায় হলফনামা দিয়ে কেন্দ্রের আইনমন্ত্রক জানিয়েছে, আদালতের রায় এবং আইন চালুর চার বছর পরও দেশে তিন তালাকে লাগাম দেওয়া যায়নি। মামলাটি হয়েছে আইনটির কিছু বিধানের পরিবর্তন চেয়ে।
২০১৯-এর আইনটি নিয়ে গোড়া থেকেই বিতর্ক ছিল। বিতর্কের মূলে আছে দুটি বিষয়। তিন তালাক নিষিদ্ধ ঘোষণা করে মুসলিম পারসোন্যাল ল-এ হস্তক্ষেপ করা হয়েছে বলে পাল্টা মামলা হয়। মামলার দ্বিতীয় ইস্যু অভিযুক্ত স্বামীর তিন বছর জেলের বিধান। তিন তালাক প্রথার বিরোধী এমন অনেক সংগঠন এবং মুসলিম নারীদের নিয়ে কাজ করা বেশ কিছু সংস্থা সাজার বিধান নিয়ে আপত্তি তুলেছে।