November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এনসিসি ক্যাডেটদের জন্য বড় পরিকল্পনায় মোদী, ১ লক্ষের চাকরির সুযোগ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

প্রধানমন্ত্রী এদিন স্বাধীনতা দিবসের দেওয়া ভাষণে এনসিসি সম্প্রসারণে জোর দিয়েছে। তিনি বলেছেন, এনসিসি ক্যাডেটদের ১৭৩ সীমান্তবর্তী এবং উপকূলবর্তী জেলায় সম্প্রসারণ করা হবে।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, সীমান্ত ও উপকূলবর্তী এলাকার যুবকদের উন্নয়ন ও সুরক্ষার কথা মাথায় রাখা হচ্ছে। তাঁদের নিয়ে বড় চিন্তা ভাবনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের সীমান্ত অঞ্চলে ১৭৩ টি জেলা রয়েছে, যা কোবনও দেশের সীমানা বা সমুদ্র উপকূলে যুক্ত রয়েছে। আগামী দিনগুলিতে এইসব এলাকার যুবকদের জন্য এনসিসি সম্প্রসারণ করা হবে। ১ লক্ষ এনসিসি ক্যাডেটদের  চাকরির সুযোগ তৈরির পরিকল্পনা করছেন তিনি।

সীমান্ত অঞ্চলে এনসিসিতে একলক্ষ নতুন ক্যাডেট নিয়োগ করা হবে। সেনাবাহিনী এইসব ক্যাডেটদের প্রশিক্ষণ দেবে। নৌবাহিনী যেমন উপকূলীয় অঞ্চলের ক্যাডেটদের প্রশিক্ষণ দেবে, ঠিক তেমনই যেখানে বিমানবন্দর রয়েছে, সেখানে ক্যাডেটদের বিমান প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে এইসব যুবকরা সশস্ত্র বাহিনীতে জায়গা করে নেওয়ার দক্ষতা অর্জন করবে।

এই কাজে এলাকায় একতৃতীয়াংশ কন্যাদের সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Related Posts

Leave a Reply