২ কোটি নিয়ে মোদি সবার ওপরে
কলকাতা টাইমস :
তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ২ কোটি। ধারেকাছে যেতে পারেননি কোনো বিশ্বনেতা।ইউটিউবের প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। আর এতেই ভারতের প্রধানমন্ত্রী মোদি পৌঁছে গেছেন বিশ্বের সেরার তালিকায়। ইউটিইউবের এই পরিসংখ্যানে স্বভাবতই উচ্ছ্বসিত মোদি-অনুরাগীরা।
মোদির পরে দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জ্যঁ বলসোনারো। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬৫ লাখ! তৃতীয়স্থানে রয়েছেন ইউক্রেনের ভ্লাদিমির জেলেনস্কি। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখের আশে পাশে। চতুর্থস্থানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় আট লাখ। ইউটিউবে জনপ্রিয়তার নিরিখে মোদী থেকে বহু যোজন দূরে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ, জাস্টিন ট্রুডোরা।
শুধু বিশ্বের নিরিখে কেন, দেশের রাজনীতিকদের মধ্যেও মোদির আশেপাশে কেউ নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৩৫ লাখ। শুধু সাবস্ক্রাইবার সংখ্যাই নয়, ইউটিউবে ভিডিয়োয় ভিউয়ের দিক থেকেও অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে অনেকটাই এগিয়ে মোদীর নমো। মোদীর ইউটিউব চ্যানেলে ভিডিয়োয় ভিউ ৪৫০ কোটি!