আগামী কাল জনগণের উদ্যেশ্যে প্রকাশিত হবে মোদির গাইডলাইন
কলকাতা টাইমসঃ
৩০ এপ্রিল নয় আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে চলবে লকডাউন। আগামী কাল ভারতীয় জনগণের উদ্যেশ্যে প্রকাশিত হবে মোদির গাইডলাইন। করোনা ভাইরাস মোকাবেলায় মোদির এদিনের শ্পেশাল চমক হলো, আগামী ২০ এপ্রিলের পর দেশ দুভাগ: হটস্পট এবং নন হটস্পট। তুলনায় কম করোনা প্রবন এলাকার মানুষের জন্য বিশেষ কিছু ছাড়ের ব্যবস্থা করার আশ্বাস দিলেন তিনি তিনি। মোদি জানান, এই তৃতীয় ধাপের লকডাউন আরও করা হবে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত করা নজরে থাকবে গোটা দেশ।
প্রসঙ্গত, ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৯৩৫২ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩২৪ জনের। চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯৭৯ জন মানুষ। আজ মঙ্গলবার সকালে জাতির উদ্যেশ্যে ভাষণ দেওয়ার সময় মোদি জানান, লকডাউনের ফলে দেশকে আর্থিক ভাবে অনেক ক্ষতি সইতে হয়েছে, কিন্তু দেশের মানুষের জীবনের কাছে যা কিছুই না। একই সঙ্গে মোদি জানান, কিছু ছাড় থাকলেও সঙ্গে থাকবে কঠোর কিছু শর্ত। যা না মানলেই সেই শিথিলতা উঠিয়ে নেওয়া হবে।