২০০০ -এর নোটেই রয়েছে মোদির ভাষণ!
কলকাতা টাইমস :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে গোটা ভারত নড়ে উঠেছিল। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পরে জনপ্রিয় হয়ে উঠেছিল একটি অ্যাপ। তার নাম মোদি কী নোট।
সে কী! অ্যাপ আবার মোদির নামে? এই অ্যাপের সামনে নতুন দু’ হাজার টাকার নোট ধরলেই ভেসে উঠত প্রধানমন্ত্রীর ভাষণ। নোটবন্দির ঘোষণার সময়যে ভাষণ দিয়েছিলেন মোদি, সেই ভাষণই । অর্থাৎ মোদির ভাষণ নতুন দু’ হাজার টাকার নোটে।
ঘটনা হল, নতুন দু’ হাজার টাকার নোট এই অ্যাপের সামনে ধরা হলেই টাকাটিকে রিড করবে। তার পরেই স্ক্রিনে ভেসে উঠবে প্রধানমন্ত্রীর ভাষণ।
বেঙ্গালুরুর একটি সংস্থা এই অ্যাপটি বাজারে আনে । যদিও সেই সংস্থাটি দাবি করে, প্রধানমন্ত্রীর ভাষণ শোনা গেলেও, সেটা মজার অ্যাপ। উন্নত প্রযুক্তি সম্পর্কে মানুষকে সচেতন করার জন্যই অ্যাপটি বাজারে আনা হয়েছে। সেই সঙ্গে মোদির বক্তব্যও মানুষের কাছে তুলে ধরা সম্ভব হচ্ছে।