মোহাম্মদ শামিকে কোর্টে হাজিরার নির্দেশ আলিপুর আদালতের
কলকাতা টাইমসঃ
আগামী ২০ সেপ্টেম্বর শামিকে কোর্টে হাজির থাকার নির্দেশ দিলো আলিপুর আদালত। এবারে অবশ্য আর্থিক অভিযোগের কারণে তাকে তলব করা হয়েছে। শামির বিরুদ্ধে মাসে দশ লক্ষ টাকা খোরপোষ দাবি করে মামলা করেছিলেন হাসিন।
এপ্রিল মাসে দায়ের হওয়া সেই মামলার পরেই শামিকে ডেকে পাঠায় লালবাজার। পরে হাসিন আরও অভিযোগ করেন, শামি তাকে ঠিক মতো টাকা দিচ্ছেন না। হাসিন জানান, শামি তাকে বেশ কয়েকটি চেক পাঠিয়েছিলেন। তবে ব্যাঙ্ক থেকে টাকা ভাঙাতে গেলে হাসিনকে বলা হয়, সেই চেকে টাকা তোলা যাবে না। তার আগে শামির পাঠানো কয়েক লক্ষ টাকার চেক বাউন্সও করে। হাসিন শামির সঙ্গে এরপর যোগাযোগ করার চেষ্টা করলেও, কথা হয়নি।
পরে হাসিন আলিপুর আদালতে মামলা দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই শামিকে ডাকা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর। চলতি বছরের মার্চ মাসেই স্বামী শামির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছিলেন স্ত্রী হাসিন জাহান। এবং পুলিশে অভিযোগও জানিয়েছিলেন। উল্লেখ্য, বর্তমানে জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন তারকা এই পেসার। টেস্ট সিরিজে প্রথম একাদশেও দেখা যেতে পারে তাকে।