মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজার যুগলবন্দিতে গুড়িয়ে গেলো দক্ষিণ আফ্রিকা
কলকাতা টাইমসঃ
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে দুর্দান্ত জয় পেল বিরাট বাহিনী। দ্বিতীয় ইনিংসে ৩৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯১ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ২০৩ রানে ম্যাচ জিতে নেয় ভারত। ভারতীয় বোলারদের দাপটে একের পর এক উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ৫টি উইকেট নিয়ে প্রোটিয়াদের কার্যত গুড়িয়ে দেন মোহাম্মদ শামি। ৪টি উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গত করেন রবীন্দ্র জাদেজা।
অন্যদিকে একটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। একসময় মাত্র ৭০ রানে আট উইকেট চলে যায় দক্ষিণ আফ্রিকার। এর পর কিছুটা ধরে খেলার চেষ্টা করেন দক্ষিণ আফ্রিকার সেনুরাম মুথুস্বামী ও ডেন পিট। সেনুরাম মুথুস্বামী ৪৯ রানে অপরাজিত থাকেন। ডেন পিট করেন ৫৬ রান। ৪ উইকেটে ৩২৩ রান তুলে ডিক্লিয়ার ঘোষণা করে ভারত। রোহিত ১২৭ রান। বিরাট ৩১ ও রাহানে ২৭ রানে অপরাজিত থাকেন।